Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 জেলা সরকারি গণগ্রন্থাগার,বরগুনা-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট  বাংলাদেশ গড়ি,” জ্ঞান-মনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে বরগুনা জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশা পূরণে বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞান ভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করছে।  


এক নজরে

এক নজরে জেলা সরকারি গণগ্রন্থাগার বরগুনা

 

লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ০৯:০০ টা থেকে বিকেল ০৪:০০ টা পর্যন্ত

সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন ।

বইয়ের সংখ্যা

 (২৭৪৮৭ + সৌজন্য ৬৩৪)=২৮১২১টি

দৈনিক পত্রিকা

বাংলা: ১. প্রথম আলো  ২. যুগান্তর ৩. ইত্তেফাক  ৪. সমকাল  ৫. সংবাদ 

৬.  মানবজমিন  ৭. কালের কন্ঠ  ৮. জনকন্ঠ  ৯. যায় যায় দিন ১০. ইনকিলাব

১১. বাংলাদেশ প্রতিদিন  ১২.ইওেফাক

 

ইংরেজি: 1.The daily Star

সাময়িকী

বাংলা:   ১. চাকরির বিজ্ঞাপন  ২. বরিশাল পরিক্রমা  ৩. উত্তরাধিকার  ৪. উত্তোরণ ৫. চাকরির খবর

 ৬. মাসিক সরগম  ৭. ডিডেকটিভ  ৮. নিরীক্ষা  ৯. মাসিক কালক্রম ১০. স্বাক্ষরতা বুলেটিন

১১. ইতিহাসের খসড়া।

ইংরেজি : 1.The Journal  2. News Letter

বাঁধাইকৃত পত্রিকা সাময়িকী

পত্রিকা: ১. দৈনিক বাংলা  (১৯৯৩- ১৯৯৭)   ২. সংবাদ  (১৯৯৮-২০০১৬)  ৩. জনকন্ঠ  (২০১৭ হতে চলমান)

সাময়িকী:  ১. বিচিত্রা (১৯৯৩-১৯৯৭)  ২. রোববার (১৯৯৮-২০১১)

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন :

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সুন্দর 

হাতের-লেখা প্রতিযোগিতা, বইপাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া বিশেষ বিশেষ দিবসে গ্রন্থ প্রদর্শনী, আলোচনা সভা, ওয়ার্কশপ,  ও সেমিনারের আয়োজন।

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা  ৯. উপদেশমূলক সেবা ১০. পুরাতন পত্রিকা সেবা।

ইন্টারনেট সেবা

বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।

কার্যক্রম

বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

৩৮২৫ বর্গফুট।

পাঠকক্ষের সংখ্যা

১ (একটি) টি